অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান। টেস্ট অধিনায়কত্বের দায়িত্বে ফিরছেন নাজমুল হোসেন শান্তই। গত জুলাইয়ে শ্রীলঙ্কা সিরিজের পর নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেও, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনুরোধে অভিমান ভেঙে আবারও সাদা পোশাকের দায়িত্ব নিলেন তিনি। আসন্ন আয়ারল্যান্ড সিরিজ দিয়েই শুরু হচ্ছে তার দ্বিতীয় অধ্যায়।
শনিবার (১ নভেম্বর) এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিসিবি বিষয়টি নিশ্চিত করেছে। শুধু আয়ারল্যান্ড সিরিজই নয়, ২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পুরো চক্রের জন্যই শান্তকে অধিনায়ক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
শান্ত নেতৃত্ব ছাড়ার পর নতুন অধিনায়ক হিসেবে লিটন দাস ও মেহেদী হাসান মিরাজের নাম আলোচনায় থাকলেও, বোর্ডের প্রথম পছন্দ ছিলেন শান্তই। বোর্ডকর্তারা শেষ পর্যন্ত তাকে এই দায়িত্বে ফিরতে রাজি করাতে সক্ষম হন।
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল শান্তর ওপর পূর্ণ আস্থা রেখে বলেন, ‘শান্ত টেস্ট ক্রিকেট সম্পর্কে গভীর বোঝাপড়া, স্থিরতা ও দায়বদ্ধতা দেখিয়েছে। তার নেতৃত্বে দল আত্মবিশ্বাসী হয়ে উঠেছে। আমরা বিশ্বাস করি, নেতৃত্বে ধারাবাহিকতা বজায় থাকলে আসন্ন টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে দল আরও শক্তিশালী হবে।’
পুনরায় দায়িত্ব পেয়ে সম্মানিত বোধ করছেন নাজমুল হোসেন শান্ত। তিনি তার প্রতিক্রিয়ায় বলেন, ‘বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব চালিয়ে যাওয়া আমার জন্য এক বিরাট সম্মানের বিষয়। আমার ওপর যে আস্থা ও বিশ্বাস বিসিবি দেখিয়েছে, তার জন্য আমি কৃতজ্ঞ। এই দায়িত্ব যথাযথভাবে পালন করার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব।’
এর আগে শান্তর নেতৃত্বে বাংলাদেশ ১৪টি টেস্ট খেলেছে, যেখানে ৪টি জয়ের বিপরীতে হার ৯টিতে এবং ১টি ম্যাচ ড্র হয়।
