Tuesday, November 11, 2025

হানিফ ও ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

আরও পড়ুন

মানবতাবিরোধী অপরাধের আলাদা মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ রোববার (২ নভেম্বর)।

বিচারপতি মো. নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই আদেশ দেবেন৷

মাহবুব উল আলম হানিফের মামলায় অপর আসামিরা হলেন, কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী এবং সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা। আসামিরা সবাই পলাতক আছেন। এরইমধ্যে আসামিদের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দেয়া হয়েছে।

আরও পড়ুনঃ  সালমান শাহর মৃত্য, শাবনূরকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস

এর আগে, অভিযোগ গঠনের শুনানিতে হাসানুল হক ইনুর আইনজীবী মনসুরুল হক চৌধুরী দাবি করেন, জুলাই অভ্যুত্থানকালীন সময়ে প্রাণহানি যাতে না ঘটে সে পরামর্শই দিয়েছেন হাসানুল হক ইনু। গত ২৫ সেপ্টেম্বর কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এছাড়া, চানখারপুলে ৬ জন হত্যার ঘটনায় ১৩ তম দিনের সাক্ষ্যগ্রহণ হবে আজ। এর আগে, এই মামলায় সাক্ষ্য দেন ২০ জন।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ