Tuesday, November 11, 2025

সচিবালয় অভিমুখে শিক্ষকদের পদযাত্রা আটকে দিয়েছে পুলিশ

আরও পড়ুন

স্বীকৃতিপ্রাপ্ত সব নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার দাবিতে সচিবালয় অভিমুখে শিক্ষকদের পদযাত্রা আটকে দিয়েছে পুলিশ। জাতীয় প্রেস ক্লাবের সামনে দ্বিতীয় দিনের মত অবস্থানরত শিক্ষকরা সোমবার (৩ নভেম্বর) দুপুরে সচিবালয় অভিমুখে পদযাত্রা শুরু করেন।

পল্টন মোড় ঘুরে তারা প্রেস ক্লাবের পাশের সড়ক দিয়ে সচিবালয়ের দিকে যাওয়া চেষ্টা করলে পুলিশ তাদের আটকে দেয়। সেখানে পুলিশ ও শিক্ষকরা মুখোমুখি অবস্থান করছেন।

‘নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান ঐক্য পরিষদ’ নামের একটি সংগঠনের ব্যানারে শিক্ষকরা এ কর্মসূচি চালাচ্ছেন।

আরও পড়ুনঃ  মালিবাগে বাসা থেকে তরুণীর বস্তাবন্দি লাশ উদ্ধার, স্বামী পলাতক

পরিষদের সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ মুনিমুল হক দুপুর সোয়া ২টার দিকে গণমাধ্যমকে বলেন, ‘আমরা এখানেই আপাতত অবস্থান করব। পুলিশ আমাদের অবস্থান কর্মসূচিতে ফিরে যাওয়ার অনুরোধ করছে। আমরা কিছুক্ষণ পর অবস্থান কর্মসূচিতে ফিরে যাব, সেখানে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।’

তিনি বলেন, ‘সরকারকে এমপিও নীতিমালা ও পরিপত্রের অসম খেলা বন্ধ করে সকল নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করার আহ্বান জানাই। তা না হলে আন্দোলনের মধ্য দিয়ে আমরা দাবি আদায় করব।’

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ