Tuesday, November 11, 2025

কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ননএমপিও শিক্ষকদের

আরও পড়ুন

স্বীকৃতিপ্রাপ্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার দাবিতে অনড় অবস্থানে রয়েছেন ননএমপিও শিক্ষকরা। দাবি আদায়ে প্রয়োজনে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা।

আজ মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর থেকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ‘নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান ঐক্য পরিষদ’ নামের একটি সংগঠনের ব্যানারে শিক্ষকরা এই কর্মসূচি পালন করছেন।

শিক্ষকরা জানান, দীর্ঘদিন ধরে স্বীকৃতি পেলেও তাদের প্রতিষ্ঠানগুলো এখনো এমপিওভুক্ত হয়নি। ফলে শিক্ষক-কর্মচারীরা সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত থেকে মানবেতর জীবনযাপন করছেন।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জের তিন আসনে ধানের শীষ নিয়ে লড়বেন যারা

অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড, অথচ সেই শিক্ষকদের জীবন আজ অনিশ্চয়তার মধ্যে। অবিলম্বে স্বীকৃত প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাই। শিক্ষকরা আরও ঘোষণা দেন, দ্রুত দাবি না মানলে তারা অনির্দিষ্টকালের কর্মসূচির পথে যাবেন।

সম্মিলিত নন-এমপিও ঐক্যপরিষদের আহ্বায়ক মোহাম্মদ মোবারক হোসেন বলেন, সারাদেশে দুই সহস্রাধিক শিক্ষাপ্রতিষ্ঠান আছে যারা সরকারের সব শর্ত পূরণ করেছে। নিজ প্রতিষ্ঠানের নামে বোর্ড পরীক্ষা দিচ্ছে। ভালো ফলাফল আমরা জাতিকে উপহার দিচ্ছি। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো আমাদের দিকে সরকারের কোনো নজর নেই। আমাদেরকে এর আগে আশ্বাস দিয়েছে। কিন্তু তা বাস্তবায়নের আর কোনো খবর নেই।

আরও পড়ুনঃ  জাতীয় নির্বাচনের দিন গণভোট চায় বৃহত্তর সুন্নি জোট

এই শিক্ষক নেতা বলেন, আমরাও তো মানুষ। দেশের নাগরিক। কিন্তু এক দেশের দুই নীতি এটা সহ্য করার মতো নয়। এবার আমরা দাবি আদায়ে মাঠে নেমেছি। দাবি পূরণ না হলে লাগাতার কর্মসূচি চলবে। আমরা জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়েছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ