Tuesday, November 11, 2025

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি : জেলা বিএনপি’র দু’দিনের কর্মসূচি ঘোষণা

আরও পড়ুন

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য ভাবে উদ্যাপন উপলক্ষে খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মনিরুজ্জামান মন্টু’র সভাপতিত্বে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। ৩ নভেম্বর সোমবার দুপুর ১২টায় খুলনা বিএনপি’র দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভা পরিচালনা করেন খুলনা জেলা বিএনপি’র নবনির্বাচিত ভারপ্রাপ্ত সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী।

সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ যথাক্রমে মোল্লা খায়রুল ইসলাম, শামীম কবির, জি এম কামরুজ্জামান টুকু, এনামুল হক সজল, শেখ আব্দুর রশিদ, সাইফুর রহমান মিন্টু, আশরাফুল আলম নান্নু, আরিফুল ইসলাম, আনিসুর রহমান, সুলতান মাহমুদ, নাজমুস সাকিব পিন্টু, ডা. আব্দুল মজিদ, সাইফুর রহমান সাইফ, হাফিজুর রহমান, শাকিল আহমেদ দিলু, জিএম রফিকুল হাসান, মনির হাসান টিটো, মনিরুজ্জামান লেলিন, খন্দকার ফারুক হোসেন, মোল্লা রিয়াজুল ইসলাম, জাবেদ মল্লিক, ইবাদুল হক রুবায়েদ, আতাউর রহমান রুনু, নাদিমুজ্জামান জনি, আব্দুল মান্নান মিস্ত্রী, আব্দুল্লাহেল কাফি সখা, সেতারা সুলতানা, মাহমুদ আলম লোটাস, মশিউর রহমান লিটন প্রমুখ।

আরও পড়ুনঃ  শেষ হলো জল্পনা-কল্পনা, পিআর পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত জানালো ইসি !

প্রস্তুতি সভায় সকল উপজেলা ও পৌরসভায় ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্যপূর্ণ আলোচনা সভাসহ কর্মসূচি পালনের নির্দেশ প্রদান করা হয়। পাশাপাশি আগামী ৭ নভেম্বর বিকেল ৩টায় জিয়া হল চত্বর থেকে র‌্যালি ও ৮ নভেম্বর শহীদ হাদিস পার্কে জনসভা সফল করার জন্য সর্বস্তরের নেতা-কর্মীদের প্রতি উদাত্ত আহŸান জানান নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ