Tuesday, November 11, 2025

বুধবার দেখা যাবে বছরের বৃহত্তম সুপারমুন

আরও পড়ুন

চাঁদের কক্ষপথ সম্পূর্ণ গোল নয়। অনেকটা উপবৃত্তাকার। তাই কখনো চাঁদ পৃথিবীর কাছাকাছি আসে, কখনো দূরে সরে যায়। যখন চাঁদ পৃথিবীর নিকটতম অবস্থানে থাকে তখন পূর্ণিমা হয়। আর এই সময়টাকে সুপারমুন বলা হয়।

এই সময় চাঁদ সাধারণ পূর্ণিমার চাঁদের তুলনায় কিছুটা বড় ও উজ্জ্বল দেখা যায়। এই সপ্তাহেই এ বছরের সবচেয়ে বড় সুপারমুন হতে যাচ্ছে। ২০২৫ সালে তিনটি পরপর সুপারমুনের মধ্যে দ্বিতীয়টি দেখা যাবে এই বুধবার (৫ নভেম্বর)।

আরও পড়ুনঃ  শেখ হাসিনার রায় ঘিরে অনিরাপদ বোধ করছে না প্রসিকিউশন

দ্য গার্ডিয়ান জানিয়েছে, পৃথিবী থেকে প্রায় ৩,৫৭,০০০ কিলোমিটার দূরে থাকবে চাঁদ। যা বছরের সবচেয়ে কাছের পূর্ণিমা। ফলে এটি হবে ২০২৫ সালের সবচেয়ে বড় সুপারমুন। এই চাঁদ গড়ে দেখা চাঁদের তুলনায় প্রায় ৮% বড় এবং ১৬% বেশি উজ্জ্বল দেখা যাবে।

জ্যোতির্বিজ্ঞানীদের মতে, যখন পূর্ণিমার চাঁদ পৃথিবীর নিকটতম বিন্দুর প্রায় ১০ শতাংশ দূরত্বের মধ্যে আসে, তখনই ঘটে সুপারমুন। চাঁদের কক্ষপথ ডিম্বাকৃতি হওয়ায় এর দূরত্ব সময়ভেদে পরিবর্তিত হয়। কখনও কাছাকাছি আসে, আবার দূরে সরে যায়।

আরও পড়ুনঃ  নির্বাচন নিয়ে হঠাৎ শঙ্কার বার্তা প্রধান উপদেষ্টার

দেশের আকাশে সূর্যাস্তের সময় পূর্ব দিগন্তে এই উজ্জ্বল চাঁদ উঠবে। সন্ধ্যা নেমে এলে চাঁদের আলো ক্রমে আরও উজ্জ্বল হয়ে উঠবে। এছাড়া, এই সুপারমুন পৃথিবীর প্রায় সব স্থান থেকেই দেখা যাবে। আকাশ মেঘমুক্ত থাকলে স্থানীয় সময় অনুযায়ী সন্ধ্যা থেকেই বিশ্বের যেকোনো জায়গা থেকে এই মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করা যাবে।

লাইভ সায়েন্সের জানিয়েছে, আগামীকাল ৫ নভেম্বর, বুধবার বিকেল ৬টা ১৯ মিনিটে বাংলাদেশ থেকে সবচেয়ে ভালোভাবে এই চাঁদ দেখা যাবে। তবে এর আগে আজ ৪ নভেম্বর, মঙ্গলবার ও পরে ৬ নভেম্বর, বৃহস্পতিবার উজ্জ্বল এবং প্রায় পূর্ণ চাঁদ দেখা যাবে।

আরও পড়ুনঃ  সরকারি-বেসরকারি বেতন সমান ! নতুন কাঠামোর চমকপ্রদ প্রস্তাব

চাঁদ দিগন্তের কাছাকাছি অবস্থান করলে মুন ইল্যুশন নামে একটি মনস্তাত্ত্বিক ঘটনার কারণে সেটি অস্বাভাবিকভাবে বড় মনে হয়। গাছপালা বা ভবনের মতো পারিপার্শ্বিক বস্তুর তুলনায় চাঁদকে বড় দেখায়—যদিও বাস্তবে এর আকার অপরিবর্তিত থাকে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ