যে আসনে বিএনপির মনোনয়ন পেতে পারেন স্নিগ্ধ
জুলাই গণঅভ্যুত্থানে শহিদ মীর মুগ্ধের যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বিএনপিতে যোগদান করেছেন। এসময় ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে স্নিগ্ধের যোগদানের কয়েকটি ছবি প্রকাশ করা হয়েছে। জানা গেছে, মঙ্গলবার রাত ৯টায় গুলশানে বিএনপির চেয়ারপার্সন কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছ থেকে সদস্যপদ গ্রহণ করেন। এ সময় বিএনপির স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও মীর মাহবুবুর রহমান স্নিগ্ধের পিতা মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
এদিকে সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩৭ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি। বাকি ৬৩টি আসনের মধ্যে ২৩টি দলের ও ৪০টি আসন বিগত দিনে আন্দোলনের সহযোগী দলগুলোর জন্য বরাদ্দ রাখা হয়েছে বলে জানা গেছে। ফাঁকা ৬৩ আসনের মধ্যে ঢাকা-১৮ আসনও রয়েছে।
ইতিমধ্যে গুঞ্জন উঠেছে, ঢাকা-১৮ আসনে বিএনপির প্রার্থী হতে পারেন জুলাই শহিদ মীর মুগ্ধের ভাই মীর স্নিগ্ধ। গত বছরের ১৮ জুলাই ঢাকার উত্তরার আজমপুর এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে পানি বিতরণের সময় পুলিশের গুলিতে প্রাণ হারান খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রাক্তন ছাত্র মুগ্ধ।
আর ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের পরিবার ও আহতদের চিকিৎসাসহ দীর্ঘমেয়াদে সহায়তার জন্য ‘জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন’ গঠন করা হয়। এ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ দেওয়া হয় মীর মাহবুবুর রহমানকে (স্নিগ্ধ)। যদিও পরে প্রধান নির্বাহী কর্মকর্তার পদ থেকে সরে দাঁড়ান তিনি।
