Tuesday, November 11, 2025

মনিরুল হক চৌধুরীকে সর্বোচ্চ ভোটে পাশ করাব: সাক্কু

আরও পড়ুন

কুমিল্লা সিটির সাবেক মেয়র এবং বহিষ্কৃত বিএনপি নেতা মনিরুল হক সাক্কু বলেছেন, কুমিল্লা-৬ সদর এবং সদর দক্ষিণ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী দলের চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরীকে সর্বোচ্চ ভোটে বিজয়ী করা হবে।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সাক্কু বলেন, কুমিল্লা সদর আসনের ক্ষেত্রে বিএনপির হাইকমান্ড সঠিক সিদ্ধান্ত নিয়েছে। যোগ্য এবং জনপ্রিয় প্রার্থীকে মনোনয়ন দিয়েছে। সারা বাংলাদেশে যতগুলো আসন আছে, সব আসন থেকে বেশি ভোটে মনির ভাইকে পাশ করাব।

আরও পড়ুনঃ  আড়াই শতাধিক বিচারককে জেলা জজ পদে পদোন্নতি

তিনি বলেন, মনির ভাই একজন যোগ্য নেতা। তাকে মনোনয়ন দেওয়াতে আমি অনেক খুশি। তারেক রহমানকে কী বলে ধন্যবাদ দেব জানা নাই। তারেক রহমান সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। এ সিদ্ধান্তটা সঠিক হয়েছে।

বিএনপির এই বহিষ্কৃত নেতা বলেন, আমাদের মনির ভাইকে নমিনেশন দিয়েছেন তারেক রহমান। তারেক রহমানের ধানের শীষকে পাশ করানোর দায়িত্ব আমাদের। আমি আজকে থেকে মাঠে নামলাম। ২০২৬ সালের নির্বাচন পর্যন্ত মাঠে থাকব।

আরও পড়ুনঃ  দেশের জনগণ এখন নির্বাচনমুখী, নির্বাচন নিয়ে কোনো হুমকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

এর আগে সোমবার রাতে কুমিল্লা নগরীর নানুয়ার দীঘিরপাড়ে নিজ বাসভবনে নিজের অনুসারীদের সঙ্গে মতবিনিময় সভা করেন।

প্রসঙ্গত, সোমবার বিকালে সংবাদ সম্মেলন করে সারা দেশে ২৩৭ প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। কুমিল্লা-৬ (সদর-সিটি করপোরেশন- সেনানিবাস-সদর দক্ষিণ) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী। এ আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিনুর রশীদ ইয়াছিন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী এবং বিএনপির বহিষ্কৃত নেতা মনিরুল হক সাক্কু।

আরও পড়ুনঃ  দর্শকের কথা ‘নির্বাচন হলেও মানুষ ভোট দিতে যাবে না’

গত ২৬ অক্টোবর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেন মনিরুল হক সাক্কু। এ সময় তিনি তাকে অথবা মনিরুল হক চৌধুরীকে মনোনয়ন দেওয়ার জন্য অনুরোধ করেন। এ আসনে মনিরুল হক চৌধুরীর প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াতে ইসলামীর কুমিল্লা মহানগরের আমির কাজী দ্বীন মোহাম্মদ।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ