Tuesday, November 11, 2025

সুখবর- সরকারি ক্যালেন্ডারে যুক্ত হলো আরো নতুন ছুটি

আরও পড়ুন

আগামী ২০২৬ সালে বাংলাদেশে মোট সরকারি ছুটি ২৮ দিন হবে, যার মধ্যে ৯ দিন শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটিতে পড়বে। চলতি ২০২৫ সালে সরকারি ছুটি ছিল ২৭ দিন।

নতুন ছুটির তালিকায় ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ যুক্ত হয়েছে, যা সাধারণ ছুটি হিসেবে পালিত হবে। সরকারের প্রজ্ঞাপনের মাধ্যমে এই দিনকে ‘ক’ শ্রেণিভুক্ত জাতীয় ও আন্তর্জাতিক দিবসের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রতি বছরের মতো শহীদ দিবস (২১ ফেব্রুয়ারি), স্বাধীনতা দিবস (২৬ মার্চ), মে দিবস (১ মে) এবং বিজয় দিবস (১৬ ডিসেম্বর) থাকবে সাধারণ ছুটি।

আরও পড়ুনঃ  ভোটারপ্রতি ১০ টাকা ব্যয় করতে পারবেন প্রার্থী

উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস সভাপতিত্বে ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করা হয়। নির্বাহী আদেশ ও সাধারণ ছুটির মিলনে মোট ছুটি ২৮ দিনে দাঁড়াবে, যার মধ্যে উইকডে পড়া সরকারি ছুটি হবে ১৯ দিন।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ