Tuesday, November 11, 2025

কয়রায় দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

আরও পড়ুন

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহকারী মহাসচিব, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সহ-সভাপতি ও আমার দেশ পত্রিকার খুলনা ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওন ও স্টাফ রিপোর্টার কামরুল হোসেন মনিরের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কয়রায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টায় কয়রা উপজেলা প্রেস ক্লাবের আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, হামলাকারীদের অবিলম্বে আইনের আওতায় আনতে হবে। নইলে সাংবাদিক সমাজ বিভিন্ন কর্মসূচি গ্রহণে বাধ্য হবে। কয়রা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মো. শরিফুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. রিয়াছাদ আলীর পরিচালনায় এতে বক্তব্য রাখেন সাংবাদিক মোস্তফা শফিকুল ইসলাম, মো. হুমায়ুন কবির প্রমুখ। সমাবেশে কয়রা উপজেলায় কর্মরত বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকার সাংবাদিক, রাজনৈতিক দলের নেতারা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুনঃ
আরও পড়ুনঃ  হাসপাতালের হিমঘর থেকে লাশের দুই চোখ গায়েব!

সর্বশেষ সংবাদ