পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, জুলাই সনদ ও গণভোট বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার সম্ভাবনা নেই এবং সরকার শীঘ্রই এ সংক্রান্ত সিদ্ধান্ত জানাবে।
আজ সোমবার (১০ নভেম্বর) দুপুরে সচিবালয়ে সংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের সময় নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা হয়নি। তিনি উল্লেখ করেন যে আলোচনার জন্য সরকার কর্তৃক বরাদ্দকৃত সাত দিনের সময়সীমা গতকাল রবিবারই শেষ হয়েছে।
নির্বাচনের আগে গণভোট করার কোনো যৌক্তিকতা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে ব্যক্তিগত মতামত দেওয়ার আমার কোনো সুযোগই নেই। সরকারের অংশ হিসেবে আমাকে অপেক্ষা করতে হবে। সরকার যখন বসবে এ বিষয়ে আলোচনা করবে। আলোচনা করে যখন সিদ্ধান্ত হবে তখন সেটা আপনারা জানবেন।
বিএনপি সংস্কার ও গণভোট বিষয়ে তাদের আপত্তি জানিয়ে বলেছে যে সংসদ নির্বাচনের আগে গণভোট সম্ভব নয়। অন্যদিকে, জামায়াতে ইসলামীসহ আটটি দল নির্বাচনের আগেই গণভোটের দাবিতে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে এবং আগামীকাল মঙ্গলবার ঢাকায় বড় সমাবেশের পরিকল্পনা করছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সরকারের প্রতি রাজনৈতিক সংকট সমাধানে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছে।
