Tuesday, November 11, 2025

মেট্রো স্টেশনের কাছে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৮, আহত ২৪

আরও পড়ুন

ভারতের রাজধানী নয়াদিল্লির অন্যতম জনবহুল এলাকা চান্দনি চক মেট্রো স্টেশনের কাছে একটি গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৮ জন নিহত এবং ২৪ জন আহত হয়েছেন। সোমবার সন্ধ্যা ৭টার দিকে এ বিস্ফোরণ ঘটে।

দিল্লি পুলিশের সূত্র জানায়, এটি ছিল “অত্যন্ত শক্তিশালী বিস্ফোরণ”। ঘটনাস্থলে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে বিকৃত দেহ, পুড়ে যাওয়া গাড়ি ও ধ্বংসস্তূপ।

দিল্লি ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, “রেড ফোর্ট (লাল কেল্লা) মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে একটি গাড়িতে বিস্ফোরণের খবর পাই। সাতটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়। সন্ধ্যা ৭টা ২৯ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।”

আরও পড়ুনঃ  ভয়াবহ গোলাগুলি-সংঘর্ষ, ১২ সেনাসহ নিহত ৪৭

ঘটনার পরই পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলে এবং পর্যটকে ভরা ওই স্থানে যাতায়াত সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। প্রায় ২০টি ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

চোখের সাক্ষী জিশান, যিনি একজন আহত অটোচালক, বলেন, “আমার সামনের গাড়িটা ছিল প্রায় দুই ফুট দূরে। হঠাৎ বিস্ফোরণ ঘটে। সেটি একটি সুইফট ডিজায়ার গাড়ি ছিল।”

আরেক প্রত্যক্ষদর্শী বলেন, “আমি বাড়ির ছাদে ছিলাম। হঠাৎ বিশাল এক আগুনের গোলা দেখতে পাই। বিস্ফোরণের শব্দে আশেপাশের ভবনের জানালা কেঁপে ওঠে।”

আরও পড়ুনঃ  ইতিহাস গড়া মেয়র মামদানির আবেগঘন বার্তা

বিস্ফোরণের প্রকৃতি এখনো নিশ্চিত নয়। পুলিশ তদন্ত শুরু করেছে।

এদিকে, বিস্ফোরণের পর মুম্বাই, জয়পুর, উত্তর প্রদেশ ও উত্তরাখণ্ডে উচ্চ সতর্কতা (হাই অ্যালার্ট) জারি করা হয়েছে।

ঘটনাটি ঘটল এমন এক দিনে, যখন দিল্লির পাশের হরিয়ানার ফরিদাবাদ থেকে প্রায় ২,৯০০ কেজি বিস্ফোরক উদ্ধার করা হয়েছিল। এছাড়া মঙ্গলবার (১১ নভেম্বর) বিহারের দ্বিতীয় দফা ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

রেড ফোর্ট ও চান্দনি চক এলাকা দিল্লির সবচেয়ে ব্যস্ত এবং পর্যটকপ্রবণ অঞ্চলগুলোর একটি। বিস্ফোরণের পর সারা শহরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ