Tuesday, November 11, 2025

জাতীয় নির্বাচনের তারিখ জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব

আরও পড়ুন

জাতীয় সংসদ নির্বাচন আগামী ১৫ ফেব্রুয়ারির আগেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, গণভোট ইস্যুতে প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেবেন, তবে সিদ্ধান্ত যাই হোক না কেন, নির্ধারিত সময়ের আগেই নির্বাচন সম্পন্ন করা হবে।

শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ‘জুলাই কন্যা ফাউন্ডেশন’-এর আয়োজিত এক অনুষ্ঠানের সমাপনী ও পুরস্কার বিতরণী শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আরও পড়ুনঃ  মাঠ থেকে কেন সরিয়ে নেওয়া হচ্ছে সেনাবাহিনীর ৫০ শতাংশ সদস্য, জানা গেল কারণ

শফিকুল আলম বলেন, “বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতামত প্রকাশ করছে। আমরা এগুলোকে হুমকি হিসেবে দেখছি না। প্রধান উপদেষ্টা যা জনগণ ও দেশের জন্য উত্তম মনে করবেন, সেটিই করবেন।”

নারীর অগ্রগতি প্রসঙ্গে তিনি আরও বলেন, “স্বৈরাচারের পতন ও গণঅভ্যুত্থানে পুরুষ ও নারীরা একসঙ্গে রাজপথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে। এখন আর নারীরা পিছিয়ে নেই—সব ক্ষেত্রেই তারা সফলভাবে প্রতিনিধিত্ব করছে।”

এ সময় তিনি আরও জানান, আগামী ১৩ নভেম্বর আদালত শেখ হাসিনার বিচারের তারিখ ঘোষণা করবেন।

আরও পড়ুনঃ  সরকারের ভুল পদক্ষেপে দলগুলোর ঐক্যে ফাটল

অনুষ্ঠানে শিক্ষা, সমাজসেবা ও নারী উদ্যোক্তা খাতে অবদান রাখার জন্য বিভিন্ন ব্যক্তি ও সংগঠনকে সম্মাননা প্রদান করা হয়।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ