Tuesday, November 11, 2025

ডেলিভারি অ্যাপকে ফাঁকি দিয়ে ২ বছরে ২৯ লাখ টাকার খাবার খেলেন যুবক !

আরও পড়ুন

ফুড ডেলিভারি অ্যাপের প্রযুক্তিগত দুর্বলতা কাজে লাগিয়ে দুই বছরেরও বেশি সময় ধরে বিনামূল্যে খাবার খেয়েছেন জাপানের এক যুবক! ঘটনাটি ঘটেছে নাগোয়া শহরে, যেখানে ৩৮ বছর বয়সী তাকুয়া হিগাশিমোতো নামের এক ব্যক্তি দেশটির জনপ্রিয় ফুড ডেলিভারি অ্যাপ ‘ডেমায়ে-ক্যান’ (Demae-can)-এর নীতিমালার ফাঁক ব্যবহার করে এক অভূতপূর্ব প্রতারণা চালান।

জাপানি গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, তাকুয়া দুই বছরে অ্যাপটির মাধ্যমে এক হাজারেরও বেশি অর্ডার দেন, যার মোট মূল্য প্রায় ২৪ হাজার মার্কিন ডলার, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় ২৯ লাখ। কিন্তু এই সব অর্ডারই তিনি বিনামূল্যে পান অ্যাপটির অর্ডার বাতিল বা রিফান্ড নীতির সুযোগ নিয়ে।

আরও পড়ুনঃ  মোংলা-খুলনা মহাসড়কের তেতুলিয়া এলাকায় বাস উল্টে নিহত ২, আহত ৭

তাকুয়া নিয়মিতভাবেই ‘কনট্যাক্টলেস ডেলিভারি’ বা যোগাযোগবিহীন ডেলিভারি অপশনটি বেছে নিতেন। খাবার হাতে পাওয়ার পর তিনি দাবি করতেন-অর্ডারটি কখনোই পৌঁছেনি। কোম্পানির নীতিমালা অনুযায়ী, ডেলিভারি না পাওয়া গ্রাহকদের রিফান্ড দেওয়া হয়, এবং তাকুয়া ঠিক এই ফাঁকটিই কাজে লাগাতেন।
আরও জানা গেছে, তিনি তার কার্যক্রম আড়াল করতে ভুয়া নাম, ঠিকানা এবং ১২৪টি ভিন্ন একাউন্ট ব্যবহার করতেন। প্রতিটি একাউন্ট তিনি প্রিপেইড কার্ডের মাধ্যমে খুলে, কিছুদিন পর সদস্যপদ বাতিল করে দিতেন। ফলে জাপানি কর্তৃপক্ষ দীর্ঘ সময় তার প্রতারণা ধরতে পারেনি।

আরও পড়ুনঃ  ফেটে যাওয়া ঠোঁট যেসব টোটকায় হবে নরম ও মসৃণ

অবশেষে, গত ৩০ জুলাই তিনি আবারও একই কৌশলে একাধিক খাবারের অর্ডার দেন এবং ১০৫ ডলার ফেরত পান। তবে এবার ডেলিভারি কোম্পানির সন্দেহ হলে বিষয়টি তদন্তে যায় এবং জাপান পুলিশ তাকে দ্রুত গ্রেপ্তার করে।

জিজ্ঞাসাবাদে তাকুয়া স্বীকার করেন,

“অনেক বছর ধরে বেকার ছিলাম। প্রথমে কৌতূহলবশত করেছিলাম, কিন্তু পরে বিনা দামে খাবার পাওয়া অভ্যাসে পরিণত হয়।”

বর্তমানে তার বিরুদ্ধে প্রতারণা ও সাইবার অপরাধ আইনে মামলা চলছে বলে নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ।

আরও পড়ুনঃ  দ্বিতীয় বিয়ে করলেই ৭ বছরের জেল

এই ঘটনা জাপানে ফুড ডেলিভারি অ্যাপগুলোর নিরাপত্তা ব্যবস্থা ও যাচাইকরণ প্রক্রিয়া নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ