Tuesday, November 11, 2025

ফেটে যাওয়া ঠোঁট যেসব টোটকায় হবে নরম ও মসৃণ

আরও পড়ুন

শীত আসতে দেরি নেই। দরজায় কড়া নাড়ছে। শীতের শুরুতেই ঠোঁট ফেটে যাওয়ার উপক্রম শুরুও হয়েছে। খুব তাড়াতাড়ি ঠোঁটের চামড়া শুষ্ক হয়ে যাচ্ছে। এর মূল কারণ হচ্ছে বাতাসে আর্দ্রতা। আদ্রতা কমতে থাকলে, ঠোঁট তার স্বাভাবিক নমনীয়তা হারিয়ে ফেলে।

তখনই ঠোঁটের ত্বক শুষ্ক হয়ে উঠতে শুরু করে। তাই ঠোঁটের যত্ন নিতে হবে নিয়ম মেনে। ত্বকের পরিচর্যার পাশাপাশি ঠোঁটের যত্ন না নিলে শীতের সময়ে তা আরও শুষ্ক হয়ে যায়। ফলে ঠোঁটের উপরের পাতলা চামড়া উঠে গিয়ে রক্ত বেরোতে থাকে। বারবার জিভ দিয়ে ঠোঁট চাটার কারণে ঠোঁটের কোণাতেও চিড় ধরে। হাসতে কিংবা কথা বলতে কিংবা কিছু খেতে গেলেও ব্যথা করে ঠোঁট।

আরও পড়ুনঃ  ব্যাংকের নমিনি নিয়ে পোস্ট ভাইরাল, মুখ খুললেন কালামের স্ত্রী

ঠোঁট ফাটার সমস্যা নিয়ে যারা ভুগছেন, তাদের কিছু উপায় জেনে রাখা জরুরি—

এক চামচ ঘিয়ের সঙ্গে এক চামচ নারিকেল তেল মিশিয়ে সেই মিশ্রণ রাতে শোবার আগে ভালো করে ঠোঁটে মালিশ করে নিন। এতে ঠোঁটের স্বাভাবিক আর্দ্রতা ফিরে আসবে এবং ঠোঁট পেলব হয়ে উঠবে।

মধুর সঙ্গে তিলের তেল মিশিয়ে রাখুন। রাতে এই মিশ্রণ ঠোঁটে মেখে তার পর ঘুমাতে যান। এতেও আপনার ফাটা ঠোঁটের সমস্যা থেকে চিরতরে মুক্তি মিলবে।

আরও পড়ুনঃ  দ্বিতীয় বিয়ে করলেই ৭ বছরের জেল

আধাকাপ দুধে ৫-৬টি গোলাপের পাপড়ি সারারাত ভিজিয়ে রাখুন। এরপর সকালে দুধ থেকে পাপড়ি ছেঁকে নিয়ে পেস্ট তৈরি করুন। এই পেস্টটি ঠোঁটে লাগিয়ে মিনিট ১৫ রেখে দিন। প্রতি রাতে এই রুটিন মেনে চললে ঠোঁট আর্দ্র থাকবে।

এক চামচ অ্যালোভেরা জেল এবং এক চামচ মধু একসঙ্গে মিশিয়ে ঠোঁটে লাগান। ১৫ মিনিটের জন্য রেখে দিন। তার পর অল্প ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। শীতে অ্যালোভেরা ও মধু উভয়ই ঠোঁটকে আর্দ্র করে তোলে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ