সুপ্রিম কোর্টের উভয় বিভাগের আইনজীবী হিসেবে রাষ্ট্রপক্ষে দায়িত্ব পালন করতে ১০৮ জন ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে ৪১ জন এবং সহকারী অ্যাটর্নি জেনারেল পদে ৬৭ জন নিয়োগ পেয়েছেন।
মঙ্গলবার (৪ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে তাদেরকে নিয়োগ দিয়ে আইন মন্ত্রণালয়ের সলিসিটর উইং থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে সই করেছেন সলিসিটর মো. মঞ্জুরুল হোসেন।
এসব আইনজীবী সবাই সুপ্রিম কোর্টে নিয়মিত প্র্যাকটিস করেন। এখন থেকে তারা রাষ্ট্রপক্ষে দায়িত্ব পালন করবেন।
আপনার মতামত লিখুনঃ
