Tuesday, November 11, 2025

মাদারীপুর-১ আসনের মনোনয়ন স্থগিত করল বিএনপি

আরও পড়ুন

মাদারীপুর-১ আসনে দলীয় প্রার্থী হিসেবে কামাল জামান মোল্লার নাম ঘোষণার একদিন পর বিতর্কের জেরে তা স্থগিত করেছে বিএনপি।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সোমবার (৩ নভেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন।

আরও পড়ুনঃ  বরিশালে ভোটের প্রচারে ভিন্ন কৌশল এগিয়ে জামায়াত, পিছিয়ে বিএনপি

সংবাদ সম্মেলনে ২৩৭টি সংসদীয় আসনের মধ্যে মাদারীপুর-১ (শিবচর উপজেলা) আসনেও মনোনয়নপ্রাপ্তের নাম ঘোষণা করা হয়। অনিবার্য কারণবশত: ঘোষিত মাদারীপুর-১ (শিবচর উপজেলা) আসন ও দলীয় মনোনয়নপ্রাপ্ত ব্যক্তির নাম স্থগিত রাখা হলো।

এদিকে সোমবার মাদারীপুর-১ আসনে বিএনপির প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে মনোনয়নবঞ্চিত প্রার্থীর সমর্থকদের বিক্ষোভ, সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। জামান কামাল নুরুদ্দিন মোল্লাকে মাদারীপুর-১ আসনের মনোনীত প্রার্থী হিসেবে নাম ঘোষণা করার প্রতিবাদে মনোনয়নবঞ্চিত প্রার্থী সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকীর সমর্থকরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান।

আরও পড়ুনঃ  জাতীয় নির্বাচনের প্রচার শুরু করল সরকার

এ ঘটনার পরপরই লাভলু সিদ্দিকীর সমর্থকরা সোমবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন। বিক্ষুব্ধরা কয়েকটি যানবাহনে ভাঙচুর চালায় এবং ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে। এতে যান চলাচলে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

অন্যদিকে ফ্যাশন হাউজ ভাসাবির মালিক জামান কামাল নুরুদ্দিন মোল্লার বিরুদ্ধে বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে দলের শীর্ষ নেতা, মন্ত্রী, সাবেক পুলিশের আইজিপি বেনজীর আহমেদের সঙ্গে সখ্যতার অভিযোগ আছে।

আরও পড়ুনঃ  ভোলায় বিএনপি-বিজেপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, যা বললেন পার্থ

এছাড়া গত ৫ আগস্টের পরে সামাজিক যোগাযোগমাধ্যমেও বিভিন্ন ছবি ভাইরাল হয়। এ নিয়ে বিতর্ক তুঙ্গে ওঠে। অবশেষে স্থগিত হলো ভাসাবির মনোনয়ন।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ