Tuesday, November 11, 2025

খুলনায় ছাত্রলীগ নেতা দীপ পান্ডে আটক

আরও পড়ুন

খুলনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা ও খুলনা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ হারুন অর রশীদের ব্যক্তিগত সহকারী (পিএস) দীপ পান্ডেকে গ্রেফতার করেছে খুলনা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রোববার (০৯ নভেম্বর) রাতে নগরীর ফরাজিপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। দীপ পান্ডে দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন বলে পুলিশ জানিয়েছে। দীপ পান্ডে খুলনা জেলা ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল বলে জানা যায়।

আরও পড়ুনঃ  খুলনা এখন আতঙ্কের নগরীতে পরিনত, ঘরে-বাহিরে কেউ নিরাপদ নই : এ্যাড. মনা

নগর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) তৈমুর ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—দীপ পান্ডে খুলনায় আসন্ন ১৩ নভেম্বর নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের সংগঠিত করছিলেন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে ফরাজিপাড়া এলাকা থেকে গ্রেফতার করে।

ওসি তৈমুর ইসলাম আরও বলেন, গ্রেফতারকৃত দীপ পান্ডে খুলনায় বেশ কিছু সময় ধরে আত্মগোপনে ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি বিভিন্ন স্থানে গোপন বৈঠক করে নাশকতার পরিকল্পনা করছিলেন।

আরও পড়ুনঃ  চট্রগ্রামে-৮ আসনে বিএনপি মনোনীত প্রর্থী গু*লি বিদ্ধ

তিনি আরও জানান, দীপ পান্ডেকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। সোমবার (১০ নভেম্বর) সকালে তাকে আদালতে হাজির করা হতে পারে।

উল্লেখ্য, দীপ পান্ডে দীর্ঘদিন ধরে খুলনা জেলা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। নিষিদ্ধ ঘোষিত হওয়ার পরও তিনি গোপনে সংগঠনের কার্যক্রমে সক্রিয় ছিলেন বলে অভিযোগ রয়েছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ