Tuesday, November 11, 2025

কোনো অপচেষ্টা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না : হেলাল

আরও পড়ুন

বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য সম্পাদক ও খুলনা-৪ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আজিজুল বারী হেলাল বলেছেন, জনগণ ঐক্যবদ্ধ হলে কোনো শক্তিই নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না। বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে নির্বাচনমুখী রাজনীতিতে বিশ্বাস করে। তাই যেকোনো অপচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে।

রোববার বিকেলে তেরখাদা উপজেলার হাড়িখালি এলাকায় নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হেলাল বলেন, তেরখাদা বিএনপি’র উর্বর ভ‚মি। এ অঞ্চলের শরীফ বংশসহ বহু পরিবারের রাজনৈতিক ঐতিহ্য রয়েছে। অতীতে কিছু মতবিরোধ থাকলেও এবার সবাই ঐক্যবদ্ধ। আমি বিশ্বাস করি তেরখাদাবাসী বিপুল ভোটে ধানের শীষকে বিজয়ী করবে।
তিনি আরো বলেন, বিএনপি সরকার গঠন করলে কৃষিনির্ভর অঞ্চলগুলোকে ছোট ছোট শিল্প ঘাঁটিতে পরিণত করা হবে। তেরখাদায় উৎপাদিত আখকে গুড়ে রূপান্তর করে স্থানীয় অর্থনীতিকে সমৃদ্ধ করা সম্ভব। উন্নয়ন ও অধিকার সুরক্ষায় এই অঞ্চলের মানুষের প্রতিনিধিত্ব জাতীয় সংসদে নিশ্চিত করতে হবে। তিনি নেতা-কর্মী ও ভোটারদের কাছে দলের ঘোষিত ৩১ দফা ও লিফলেট ঘরে ঘরে পৌঁছে দেওয়ার নির্দেশ দেন।

আরও পড়ুনঃ  জোট নয়, নির্বাচনি সমঝোতার ইঙ্গিত জামায়াত আমিরের

তেরখাদা বিএনপি’র সার্চ কমিটির আহবায়ক চৌধুরী কাওছার আলীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল খুলনা জেলা আহবায়ক আতাউর রহমান রনু, জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক গোলাম মোস্তফা তুহিন, উপজেলা বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব, ফকরুল ইসলাম বুলু চৌধুরী, মোল্লা মাহবুবুর রহমান, আবদুল মান্নান সরদার, সাজ্জাদ হোসেন নান্টা, নাইম, কালাম লস্কর, মিল্টন হোসেন মুন্সি, আজিবর শেখ, ইউসুফ মোল্লা, জাহিদ, মোবাশের মোল্লা, পিলু লস্কর,পলাশ মেম্বার, আজিজুল ইসলাম, লিটন মোল্লা, হুমায়ুন মোল্লা, সোহাগ মুন্সি, আমিনুল ইসলাম, সাব্বির আহম্মেদ লিমন, মেহেদি চৌধুরী প্রমুখ।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ