Tuesday, November 11, 2025

সুষ্ঠু নির্বাচন দিতে জিহাদ ঘোষণা করেছে নির্বাচন কমিশন

আরও পড়ুন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশন জিহাদ ঘোষণা করেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। সোমবার (১০ নভেম্বর) কুমিল্লায় ‘নির্বাচন প্রক্রিয়ায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জসমূহ নিরুপণ ও উত্তরণের উপায়’ শীর্ষক কর্মশালায় তিনি এ কথা বলেন।

ইসি আনোয়ারুল ইসলাম বলেন, ‘আসন্ন নির্বাচনের ওপর নির্ভর করছে দেশের ভবিষ্যত। আমি দৃঢ়তার সঙ্গে বলতে চাই, আসন্ন নির্বাচনে কাউকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। ১৮ কোটি মানুষের প্রত্যাশা একটি ভালো নির্বাচন। অতীতে আমরা বহুবার কলঙ্কিত হয়েছি, এবার সেই কলঙ্ক মুছে দিতে হবে। আমরা একটি গ্রহণযোগ্য ও সুন্দর নির্বাচন উপহার দিতে চাই।’

আরও পড়ুনঃ  প্রতি ভোটকেন্দ্রে অস্ত্রধারীসহ ১৩ আনসার সদস্য থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

তিনি বলেন, ‘নির্বাচনের আর মাত্র ৮০ থেকে ৯০ দিন বাকি। এরপরও কারো মনে যদি সন্দেহ থাকে—নির্বাচন হবে না, তাহলে সেটি ভুল ধারণা। নির্বাচন হবেই এবং তা হবে অংশগ্রহণমূলক ও স্বচ্ছ।’

প্রবাসী ও কারাগারে থাকা আসামিদের ভোট দেওয়ার বিষয়ে আনোয়ারুল ইসলাম বলেন, ‘প্রবাসীদের ভোটার হওয়া এবং ভোট দেওয়ার জন্য যে রেজিস্ট্রেশন তা জাঁকজমকভাবেই উদ্বোধন হবে। সেই ভোটের নাম হবে পোস্টাল ব্যালটে ভোটিং। এই পোস্টাল ব্যালটে থাকবেন- নির্বাচনে দায়িত্বপালনকারী বাইরের জেলায় দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী কর্মকর্তা, কর্মচারী ও আইনশৃঙ্খলাবাহিনীসহ প্রায় দেড় লাখ ভোটার। যারা কয়েদি, আসামি, বিচারের অপেক্ষায় এখনো সাজা হয়নি- তারা যেন জেলখানায় বসে ভোট দিতে পারে সে ব্যবস্থাও করছে ইসি। নির্বাচন কমিশন একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার জন্য যা যা করা দরকার তা করতে শপথগ্রহণের পর থেকেই জিহাদ ঘোষণা করেছে।’

আরও পড়ুনঃ  অবশেষে শাপলা কলি' প্রতীকই বেছে নিল এনসিপি

নির্বাচন কমিশনার আরও বলেন, ‘এই নির্বাচনের ওপর নির্ভর করছে দেশের ভবিষ্যত। ১৮ কোটি মানুষসহ সারা বিশ্বের দৃষ্টি এবং প্রত্যাশা একটি ভালো নির্বাচন। তাই ত্রয়োদশ নির্বাচন এত গুরুত্বপূর্ণ। এবারের প্রেক্ষিতে প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তাদের তাই সর্বোচ্চ গুরুত্বের সাথে কর্মশালায় প্রশিক্ষণ নিচ্ছি।’

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্মসচিব মো. আব্দুল হালিম খান, কুমিল্লার জেলা প্রশাসক মো. আমিরুল কায়সার, পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সিবিটিইপি প্রকল্পের উপপ্রধান (উপ-সচিব) ও প্রকল্প পরিচালক মুহাম্মদ মোস্তফা হাসান।

আরও পড়ুনঃ  দেশের জনগণ এখন নির্বাচনমুখী, নির্বাচন নিয়ে কোনো হুমকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

কর্মশালায় সভাপতিত্ব করেন কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসলাম। দিনব্যাপী এ কর্মশালায় জেলা ও উপজেলা পর্যায়ের নির্বাচন কর্মকর্তারা অংশ নেন। তাঁরা মাঠপর্যায়ে দায়িত্ব পালনের সময় সম্ভাব্য চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় নিয়ে মতবিনিময় করেন।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ