Tuesday, November 11, 2025

মহিলা যুবলীগ সদস্যসহ আ.লীগ সভাপতি আপত্তিকর অবস্থায় গ্রেফতার

আরও পড়ুন

ফরিদপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সমহিলা যুবলীগ সদস্যসহ আ.লীগ সভাপতি আপত্তিকর অবস্থায় গ্রেফতারভাপতিকে আপত্তিকর অবস্থায় গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়েছে মহিলা যুবলীগের এক সদস্যকেও।

গ্রেফতারকৃত আওয়ামী লীগ সভাপতির নাম মো. ফারুক হোসেন। তিনি বোমা ফারুক নামেও পরিচিত। মহিলা যুবলীগের সেই সদস্যের নাম নাসরিন। তিনি শ্রমিক লীগ নেতা ফিরোজ শেখের মেয়ে। ফরিদপুর জেলার লক্ষীপুরের বাসিন্দা তিনি।

ফরিদপুর জেলার সদর থানা এলাকাধীন নির্জন একটি বাসা হতে মহিলা যুবলীগ সদস্যসহ আপত্তিকর অবস্থায় পাওয়া যায় ফারুককে। তাকে ফরিদপুর জেলা পুলিশ ১০ নভেম্বর রাত ৯টায় গ্ৰেফতার করে।

আরও পড়ুনঃ  জামায়াত নেতাসহ ১০ জনকে কু*পিয়ে জখ*ম

বর্তমানে সদর থানায় ডিবি হেফাজতে জিজ্ঞাসাবাদ চলছে। তাদের বিরুদ্ধে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা যায়। কোতোয়ালী থানার দায়িত্বরত কর্মকর্তা নিশ্চিত করেছেন বিষয়টি।

এদিকে পুলিশের ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আবদুল মাবুদ জানান, দেশে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে। নিষিদ্ধ আওয়ামী লীগের কেউ অস্থিরতা তৈরি করলে, কোনো ধরনের নাশকতা বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকলে তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ