আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে সম্ভাব্য চূড়ান্ত প্রার্থী ঘোষণা করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সোমবার ( ৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশান কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থী তালিকা ঘোষণা করেন।
তবে সম্ভাব্য এই প্রার্থীদের তালিকায় নেই বিএনপি নেত্রী রুমিন ফারহানার নাম। নিজ জেলা ব্রাহ্মণবাড়িয়ার তালিকায় উহ্য রয়েছে তার নাম। রুমিন ফারহানাকে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের জন্য হেভিওয়েট প্রার্থী বিবেচনা করা হয়েছিল।
তবে প্রার্থী তালিকায় এই আসনে এখন পর্যন্ত কারো নাম ঘোষণা করা হয়নি। ধারণা করা হচ্ছে, আঞ্চলিক বিরোধের মীমাংসা করতেই আপাতত ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে কারো নাম ঘোষণা করেনি বিএনপি।
এর আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে স্থায়ী কমিটির বৈঠক হয়। সেখানে দলীয় প্রার্থীদের নামের প্রাথমিক তালিকা চূড়ান্ত করা হয়।
