Tuesday, November 11, 2025

প্রাথমিক প্রধান শিক্ষকদের বেতন স্কেল ১০ গ্রেডে উন্নীত

আরও পড়ুন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন স্কেল এক ধাপ বাড়িয়েছে সরকার। বিদ্যমান ১১তম গ্রেড থেকে উন্নীত করে ১০ম গ্রেডে উন্নীত করা হয়েছে তাদের বেতন কাঠামো।

সোমবার (১০ নভেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে এ বিষয়ে সম্মতিপত্র পাঠিয়েছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।

অর্থ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. মাহবুবুল আলম স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়, জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগের সম্মতির ভিত্তিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন গ্রেড উন্নীত করার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  পাঁচ শরিয়াহ ব্যাংককে অকার্যকর ঘোষণা করলো কেন্দ্রীয় ব্যাংক

নতুন বেতন কাঠামো অনুযায়ী, প্রধান শিক্ষকদের মূল বেতন হবে ১৬ হাজার থেকে ৩৮ হাজার ৬৪০ টাকা (১০ম গ্রেড)। পূর্বে তাদের বেতন ছিল ১২ হাজার ৫০০ থেকে ৩০ হাজার ২৩০ টাকা (১১তম গ্রেড)।

এছাড়া, সংশ্লিষ্ট পদগুলো ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’ অনুযায়ী পূরণ করা হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

এই সিদ্ধান্তে সারাদেশের ৬৫ হাজার ৫০২ জন প্রধান শিক্ষক সরাসরি উপকৃত হবেন। প্রাথমিক শিক্ষক সমাজে এ সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ