Tuesday, November 11, 2025

গোপালগঞ্জের তিন আসনে ধানের শীষ নিয়ে লড়বেন যারা

আরও পড়ুন

ঐতিহাসিকভাবে গোপালগঞ্জ জেলাকে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে গণ্য করা হয়। তবে ফ্যাসিবাদী এই রাজনৈতিক দলটির কার্যক্রম এখন দেশে নিষিদ্ধ। চব্বিশের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনাসহ দলটির বেশিরভাগ নেতা ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে পালিয়ে যান। কার্যক্রম নিষিদ্ধ থাকায় দলটি নির্বাচনে অংশ নিতে পারবে না।

সোমবার (৩ নভেম্বর) ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি। গোপালগঞ্জের তিন আসনেই প্রাথমিকভাবে তিনজন প্রার্থীকে সবুজ সংকেত দিয়েছে দলটি।

আরও পড়ুনঃ  নির্বাচনে কোন দল কত শতাংশ ভোট পেতে পারে, যা জানা গেল জরিপে

এর মধ্যে গোপালগঞ্জ-১ আসনে সেলিমুজ্জামান মোল্লা, গোপালগঞ্জ-২ আসনে ডা. কে এম বাবর আলী ও গোপালগঞ্জ-৩ আসনে এস এম জিলানী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

সোমবার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব দলের স্থায়ী কমিটির বৈঠক হয়। সেখানে দলীয় প্রার্থীদের নামের প্রাথমিক তালিকা চূড়ান্ত করা হয়।

প্রার্থী তালিকা ঘোষণার সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দীর্ঘ ১৬ বছর পর আগামী ফেব্রুয়ারিতে মাসে আমরা গণতান্ত্রিক নির্বাচন পেতে যাচ্ছি। সেই নির্বাচন প্রায় ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা দেওয়া হচ্ছে। আর যেসব আসনে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের প্রার্থী ঘোষণা করবে, সেটি বিএনপি সমন্বয় করে নেবে।

আরও পড়ুনঃ  আইন উপদেষ্টার বিরুদ্ধে যে ‘গুরুতর’ অভিযোগ তুলল এনসিপি

নির্বাচনে বগুড়া-৭, দিনাজপুর-৩ ও ফেনী-১ আসনে প্রার্থিতা করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এদিকে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মতো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বগুড়া-৬ আসনে। মহাসচিব মির্জা ফখরুল ঠাকুরগাঁও-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ