Tuesday, November 11, 2025

২৩৭ আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা

আরও পড়ুন

দেশের ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৩৭ আসনে মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেছে বিএনপি।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন।

মির্জা ফখরুল বলেন, দীর্ঘ ১৬ বছর পরে আগামী ২০২৬ সালের ফেব্র্রুয়ারি মাসে জাতীয় সংসদের নির্বাচন পেতে যাচ্ছি। বিএনপির পক্ষ থেকে সেই নির্বাচনে অংশগ্রহণের জন্য আমরা ইতিমধ্যে সারাদেশে সব ইউনিটে কাজ শুরু করেছি। তারই ধারাবাহিকতায় আমাদের ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা দিতে যাচ্ছি। আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করেছে তাদের মধ্যে যেসব আসনে তাদের প্রার্থী দিতে চান সেখানে আমরা প্রার্থী দিইনি। তারা এসব আসনে প্রার্থী ঘোষণা করবেন।

আরও পড়ুনঃ  আওয়ামী লীগের সবাই দেশপ্রেমিক দলকে ভোট দেবে: মির্জা আব্বাস

বিএনপি মহাসচিব জানান, যেসব আসনে প্রার্থী দেওয়া হয়নি সেগুলো পরে ঘোষণা করা হবে। এর বাইরে কিছু আসন শরিকদের ছাড়া হবে।

ঘোষিত তালিকা অনুযায়ী, দিনাজপুর-৩ ও বগুড়া-৭ ও ফেনী-১ আসন থেকে লড়বে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বগুড়া-৬ আসনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

কুমিল্লা-১ আসনে স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ভোলা-৩ আসনে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, ঢাকা-২ আসনে আমান উল্লাহ আমান, ঢাকা-৩ আসনে গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা-৬ আসনে ইশরাক হোসেন, ঢাকা-৮ আসনে মির্জা আব্বাস, ঢাকা-১২ সাইফুল ইসলাম নিরব, ঢাকা-১৪ আসনেসানজিদা ইসলাম তুলি, ঢাকা-১৬ আসনে আমিনুল হক, ঢাকা-১৯ আসনে সালাহ উদ্দিন, নেত্রকোণা-৪ আসনে লুৎফুজ্জামান বাবর, সিরাজগঞ্জ-২ ইকবাল হাসনা মাহমুদ টুকু, লক্ষীপুর-৩ আসনে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও চট্টগ্রাম-৭ হুম্মাম কাদের চৌধুরী।

আরও পড়ুনঃ  বগুড়া-৬ আসনে বিএনপির প্রার্থী তারেক রহমান

নরসিংদী-৩ আসনে আব্দুল মঈন খান, কক্সবাজার-১ আসনে সালাহউদ্দিন আহমদ, কক্সবাজার-৪ আসনেশাহজাহান চৌধুরী, চট্টগ্রাম-১ নুরুল আমিন, চট্টগ্রাম-১৩ আসনে সরওয়ার জামাল নিজাম, নোয়াখালী-১ আসনে মাহবুব উদ্দিন খোকন, নোয়াখালী-৩ আসনে বরকত উল্লাহ বুলু, কিশোরগঞ্জ- অ্যাডভোকেট ফজলুল হক, ময়মনসিংহ-১ এমরান সালেহ প্রিন্স, ফরিদপুর-শামা ওবায়েদ,টাঙ্গাইল-৮ আহমেদ আজম খান, চট্টগ্রাম-১০ আসনে আমির খসরু মাহমুদ চৌধুরী, সিরাজগঞ্জ-২ আসনে ইকবাল হাসান মাহমুদ টুকু।

২৩৭ আসনে ঘোষিত প্রার্থীদের পূর্ণাঙ্গ তালিকা দেখতে ক্লিক করুন…

আরও পড়ুনঃ  বিএনপির এক গডফাদারের চাঁদার টাকাতেই গণভোট সম্ভব: নাসীরুদ্দীন পাটওয়ারী

খুলনা-২ আসনে নজরুল ইসলাম মঞ্জু, খুলনা-৩ আসনে রকিবুল ইসলাম বকুল, খুলনা-৪ আসনে আজিজুল বারী হেলাল, খুলনা-৫ আসনে আলী আজগর লবী, খুলনা-৬ আসনে মনিরুল হাসান বাপ্পী।

এবার তরুণ ও ছাত্রদলের সাবেক নেতাদের অনেককেই প্রার্থী করেছে বিএনপি। বেশ কিছু আসনে প্রার্থী ঘোষণা করেনি বিএনপি। ধারণা করা হচ্ছে, জোটের প্রার্থীদের জন্য এসব আসন ছেড়ে দেওয়া হতে পারে। এর মধ্যে ঢাকার ৭, ৯, ১০ ও ১৩ আসনও রয়েছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ